Authorised
ভূমিকামূলত আপনাদের বা ছোট বিক্রেতাদের কথা ভেবেই এই APP টি বানিয়েছিলাম , প্রথম দিকে আমি লাভের চিন্তা করি নাই , বর্তমানেও করছিনা। সব কিছুতেই খরচ আছে তা নাম মাত্র চার্জ সেবা শুরু করেছিলাম । সত্য বলতে আমি প্রথমে চেয়েছিলাম ২ জনের হাতে app এর দায়িত্ব দিয়ে দিতে আর সেই দুজন কেই চিপস দিবো। কিন্ত ভেবে দেখলাম আপনারা সবাই মিলেই এটা কে জনপ্রিয় করেছেন , তাই আমি কারো মনে কষ্ট দিতে চাই না। আমি চাই সবাই মিলে মিশে ব্যবসা করি। কিছু সমস্যার কারনে এই সিধান্ত নিয়েছিলেম। আমি খোলা মেলা কথা পছন্দ করি তাই সবাই কে বলে দিলাম। আপনারা নিজে নিজে ও এটা বানাতে পারবেন সেটাও আমি জানি কিন্তু তাতেও খরচ হবে। আপনাদের যদি মনে হয় এই APP ব্যবহার করলে লাভ হয় তবেই করবেন।
➧সকল বিক্রেতার মধ্যে সুসম্পর্ক তৈরি
➧বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা
➧সামগ্রিকভাবে খরচ কম ও নিরাপদ
➧ভালো গ্রাহক সেবা
➧এই অ্যাপ টি তে কেনার আপশন নেই
➧এই অ্যাপ টি তে যোগাযোগের ঠিকানা নেই
➧24 ঘন্টা ট্রান্সফার , গিফট ও উইথড্রো করা যাবে
➧আপনার কাস্টমার হারানোর ভয় নেই
➧আপনি আপনার মত করে মুল্যে চিপস বিক্রি করতে পারবেন
1- কনভার্ট চার্জ প্রতি CR মাত্র ০.৫পয়সা।
2- 1000 CR এর কম কনভার্ট করা যাবে না।
3- কম দামে চিপস সেল করে নৈরাজ্য করলে কনভার্ট দন্ধ করা হবে।
3.1- চিপস এর মূল্য আলোচনা সাপেক্ষে কমানো বা বাড়ানো যাবে।
3.2- যদি কেউ নির্ধারিত মূল্য তালিকার থেকে কম দামে চিপস বিক্রি করে তবে ক্রেতা ও বিক্রেতার চিপস সহ আইডি সাসপেন্ড করা হবে।
3.3 - নির্ধারিত মূল্যের কমে বিক্রি করলে ক্রেতা ও বিক্রেতার চিপস সহ আইডি বন্ধ করে দেওয়া হবে ও চিপস ফেরত পাওয়া যাবে না।
3.4 - অন্য অ্যাপ বা সেলারদের সাথে প্রতিযোগিতা করতে আলোচনার মাধ্যমে মানান সই দাম ঠিক করা হবে।
4- দেশের বাইরে চিপস সেল করা যাবে।
5- কনভার্ট এর সময়ঃ সকাল ১০টা থেকে রাত ১০টা।
6- নীতিমালা আগামি ৩রা অক্টবর থেকে প্রযোজ্য হবে।
1k CR : 500 টাকা।
শর্ত সমূহ
1 - নিয়ম ভঙ্গে সাজা পেতে হবে।
2- অ্যাভাবের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
App ব্যবহার বিধি: REFERENCE Reseller
-আপনার অ্যাপ কাওকে দিবেন না।
-ফেসবুক পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করবেন।
-ব্যাংক অপশনে পাসওয়ার্ড দিয়ে রাখবেন।
-অন্য কোন লেনদেন ওই বিকাশে করবেন না।
-সব সময় ইন্টারনেট অন রাখবেন।
-প্রতিদিন ১ বার মোবাইল টি অফ করে অন করবেন।
-মোবাইল কল ফরওয়ার্ড বা ড্রাইভারট করে রাখবেন।
-ফোনের সেটিংস থেকে অ্যাপটির SMS permission দিয়ে রাখবেন।
রেফারেন্স অপশনে বুলেট কোড / প্লেয়ার আইডি তে চিপস লেনদেন এর সেলার হতে আপনার যা যা লাগবে
*৫০০০ টাকা এককালীন। এবং রিসেলারদের জন্য ৫টি অ্যাপ ১০,০০০ টাকা মাত্র।
* একটি SAMSUNG J2 2018 / J2 Pro / J4 / J4+ / J5 / S7 EDGE / Note 5/ S8 বা এক কথায় স্মার্টফোন মোবাইল থাকতে হবে(android ভার্সন 4.4 থেকে 10 পর্যন্ত)।
* রবি ও গ্রামীণ ফোন সিমে পার্সোনাল বিকাশ।
* সার্ভার খরচ দিতে হবে না।
-মাসেঃ 1500-1999 CR - 2.00 TK/ CR
-মাসেঃ 2000-2999 CR - 1.80 TK/ CR
-মাসেঃ 3000-4999 CR - 1.50 TK/ CR
5000 CR এর বেশি হলে - 1.20 TK / CR
-এক মুহূর্তেই চিপস ক্রেতার আইডি বা mBank এ চিপ যোগ হবে।
-আপনার নাম লিখা থাকবে নোটিফিকেশনে।
-আপনি নিজেই দেখতে পাবেন চিপস কোন আইডি কোন TxrID এর বিনিময়ে চিপস গেছে ও সময় দেখতে পাবেন।
-আপনার প্রচারের জন্য ভিডিও পাবেন।
মাসিক চার্জঃ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে দিতে হবে।
২ মাস লেনদেন না করলে বা 600CR এর কম সেল হলে, আপনার অ্যাপ এর মালিকানা ফিরিয়ে নেওয়া হবে।
এক কালীন প্রদান কৃত টাকা অফেরত যোগ্য।
আপনি এই অ্যাপ কারো কাছে হস্তান্তর করতে পারবেন না।
নিরাপত্তা বা আইন অমান্যে আপনার অ্যাপ বন্ধ করা হবে।